সাংবাদিকদের ওপর হামলা: শিল্পী-সাংবাদিক মিলিয়ে তদন্ত কমিটি
২৪ এপ্রিল ২০২৪ ১৬:৩৮ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১৯:২৪
ঢাকা: বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা তদন্তে ১১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) শিল্পী সমিতির সদস্য ও সাংবাদিকদের নিয়ে এই কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিটি গঠিত হয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতির উদ্যোগে।
কমিটিতে চলচ্চিত্র শিল্পী সমিতি ও সাংবাদিকদের পক্ষ থেকে ৫ জন করে রাখা হয়েছে। আর উপদেষ্টা হিসেবে আছেন প্রযোজক আরশাদ আদনান।
১০ জনের তদন্ত কমিটিতে সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আহমেদ, রাহাত সাইফুল, আহমেদ তৌকির, বুলবুল আহমেদ জয়, আবুল কালাম এবং শিল্পী সমিতির পক্ষ থেকে মিশা সওদাগর, ডি এ তায়েব, নানাশাহ, রুবেল ও নায়িকা রত্না রয়েছেন।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান ছিল মঙ্গলবার (২৩ এপ্রিল)। শপথ শেষে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হয়েছে ৫০ জন সাংবাদিক, এদের মধ্যে ৪ জন সাংবাদিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ঘটনায় এরইমধ্যে দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছে শিল্পী সমিতি।
সারাবাংলা/এজেডএস/এমও
এফডিসি চলচ্চিত্র শিল্পী সমিতি শিল্পী সমিতি সাংবাদিকদের ওপর হামলা