লোহিত সাগরে নৌকাডুবি, ৩৩ ইথিওপিয়ানের মৃত্যু
২৪ এপ্রিল ২০২৪ ১২:২৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১৪:৩৪
লোহিত সাগরের জিবুতি উপকূলে নৌকাডুবিতে শিশুসহ অন্তত ৩৩ অভিবাসীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সবাই ইথিওপিয়ান।
বুধবার (২৪ এপ্রিল) বিবিসির খবরে বলা হয়েছে, আট বছরের একটি ছেলেসহ ৩৩ ইথিওপিয়ান অভিবাসী জিবুতির উপকূলে নৌকা ডুবে মারা গেছে বলে কর্মকর্তারা তাদের জানিয়েছেন।
জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা জানিয়েছে, নৌকায় মোট ৭৭ জন ছিলেন। তারা ইয়েমেন থেকে লোহিত সাগর পাড়ি দিয়ে ইথিওপিয়া যাচ্ছিলেন। তবে মঙ্গলবার (২৩ এপ্রিল) পথিমধ্যে তাদের নৌকা ডুবে যায়। এতে ৩৩ জনের মৃত্যু হয়। পরে জিবুতির জেলেরা নৌকাডুবির ঘটনা টের পেয়ে সেখানকার কোস্টগার্ড সদস্যদের খবর দেন। উদ্ধারকারীরা ২০ জনকে বাঁচাতে সক্ষম হন। তবে অন্যরা নিখোঁজ আছেন।
এর আগে, দুই সপ্তাহ আগে লোহিত সাগরে আরেকটি নৌকা দুর্ঘটনায় অন্তত ৩৮ ইথিওপিয়ানের মৃত্যু হয়। কর্মকর্তারা বলছেন, গত এক দশকে লোহিত সাগরের একই এলাকায় প্রায় এক হাজার মানুষকে মৃত বা নিখোঁজ হিসেবে রেকর্ড করা হয়েছে।
সারাবাংলা/ইআ