এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উলটে যাত্রী নিহত
২৪ এপ্রিল ২০২৪ ১০:৫৯ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১১:৪০
মাদারীপুর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের মাদারীপুরের শিবচর এলাকায় একটি যাত্রীবাহী বাস উলটে গেলে এক যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
বুধবার (২৪ এপ্রিল) ভোর সাড়ে ৪ টার দিকে এক্সপ্রেসওয়ের বন্দরখোলা এলাকায় কুয়াকাটাগামী ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। বাসটি চট্টগ্রাম থেকে কুয়াকাটা যাচ্ছিল।
পুলিশ জানায়, ভোরে কুয়াকটার দিকে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে দুর্ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। নিহতেন নাম গোলাম রহমান (৫৫)। তার বাড়ি রবিশালের বাখেরগঞ্জ উপজেলার কোলোসকাঠি গ্রামে। দুর্ঘটনায় আহত ১০ জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) তমাল সরকার বলেন, দুর্ঘটনার পরে ভেঙে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
সারাবাংলা/টিআর