চেলসিকে বিধ্বস্ত করে শীর্ষেই রইল আর্সেনাল
২৪ এপ্রিল ২০২৪ ০৯:২০ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪ ১২:৩০
অ্যাস্টন ভিলার কাছে অপ্রত্যাশিত হারের পর বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছিল তারা। প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা আর্সেনাল এবার নিজেদের শীর্ষস্থান আরও দৃঢ় করল। এমিরেটসে লন্ডন ডার্বিতে চেলসিকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের চেয়ে বেশ এগিয়েই থাকল গানার্সরা। আর্সেনালের চেয়ে কম ম্যাচ খেলা সিটি ও লিভারপুল নিজেদের পরের একটি ম্যাচে হারলেই আবারও দারুণভাবে জমে উঠবে লিগ শিরোপার লড়াই।
ঘরের মাঠে চেলসিকে শুরু থেকে পাত্তাই দেয়নি আর্টেটার দল। মাত্র ৪ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। রাইসের বাড়ানো বলে বক্সের ভেতর বল পেয়ে আর্সেনালকে লিড এনে দেন লিয়ান্দ্রো ট্রোসা। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন ট্রোসা। তবে চেলসি কিপার পেট্রোভিচের দারুণ এক সেভে লিড বাড়াতে পারেনি আর্সেনাল। প্রথমার্ধে এক গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্সেনাল।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ংকর রূপেই দেখা যায় আর্সেনালকে। ৫২ মিনিটে লিড দ্বিগুণ করেন বেন হোয়াইট। কর্নার থেকে পাওয়া বলে গোল করতে ভুল করেন হোয়াইট। এই গোলের ধাক্কা কাটতে না কাটতেই ৫৭ মিনিটে আবারও বল জালে জড়ায় আর্সেনাল। ওডেগার্ডের দারুণ এক পাসে বল পান কাই হ্যাভার্টজ। পেট্রোভিচকে একা পেয়ে অনায়াসেই নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেন তিনি।
৬৫ মিনিটে আবারও আঘাত হানেন হ্যাভার্টজই। সাকার দুর্দান্ত এক বাড়ানো বলে বাঁ পায়ের দারুণ এক শটে আর্সেনালকে ৪-০ গোলে এগিয়ে দেন তিনি। চেলসির কফিনে শেষ পেরেক ঠুকেন বেন হোয়াইট। ওডেগার্ডের পাস থেকে বল পেয়ে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন হোয়াইট।
ম্যাচে বলার মতো কোন সুযোগই তৈরি করতে পারেনি চেলসি। শেষ পর্যন্ত ৫-০ গোলে বিধ্বস্ত হয়েই মাঠ ছাড়তে হয় চেলসিকে। ১৯৮৬ সালের পর চেলসির বিপক্ষে এটিই আর্সেনালের সবচেয়ে বড় জয়। এবারের মৌসুমে লিগে নিজেদের ২৪তম জয় পেল আর্সেনাল। এই জয়ে ৩৪ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল তারা। এক ম্যাচ কম খেলে ৭৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। ৩২ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটি।
সারাবাংলা/এফএম