মধুখালীর ঘটনা তদন্তে বিএনপির কমিটি গঠন
স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ এপ্রিল ২০২৪ ১৬:০১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৭:০৪
২৩ এপ্রিল ২০২৪ ১৬:০১ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ১৭:০৪
ঢাকা: ফরিদপুরের মধুখালীতে মন্দিরে অগ্নিসংযোগ এবং পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলের শৌচাগার নির্মাণের সময় সহোদর দুই শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা তদন্তে ‘তদন্ত কমিটি’ গঠন করেছে বিএনপি।
সোমবার (২২ এপ্রিল) গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত দলের স্থায়ী কমিটির ভাচুর্য়াল সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীকে। সদস্যরা হলেন- দলটির চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু ও নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
হত্যাকাণ্ডের নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত শেষে এই কমিটিকে আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে বিএনপি।
সারাবাংলা/এজেড/এনইউ