৬ তলা থেকে লাফিয়ে পড়ে কলেজছাত্রীর আত্মহত্যা
২৩ এপ্রিল ২০২৪ ০০:৪৯ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ ০০:৫৭
ঢাকা: রাজধানীর মিরপুরে একটি মহিলা হোস্টেলের ছয় তলা থেকে লাফিয়ে পড়ে রাদিয়া তেহরিন (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। তিনি সরকারি বাঙলা কলেজ পড়তেন।
সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে মিরপুর ১০ নম্বরের মহুয়া মঞ্জিলে ব্যতিক্রম মহিলা হোস্টেলে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাদিয়ার বাড়ি জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায়। বাবার নাম সাইফুল ইসলাম। তিনি সরকারি বাঙলা কলেজ বাংলা বিভাগে প্রথম বর্ষে পড়তেন।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রাতে ব্যতিক্রম মহিলা হোস্টেলের ছয় তলা থেকে নিচে লাফিয়ে পরে গুরুতর আহত হন তেহরিন। পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কেন তিনি লাফিয়ে পরেছেন তা জানা যায়নি। বিস্তারিত জানতে তদন্ত চলছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম