Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী নদীতে চোরাই ডিজেলসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২৪ ১৯:১২ | আপডেট: ২২ এপ্রিল ২০২৪ ০১:২৯

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে এক হাজার ৪০ লিটার ডিজেল তেলসহ দুজনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। এসব ডিজেল তেল নদীতে থাকা বিভিন্ন নৌ যান থেকে চুরি করা হয়েছে বলে পুলিশের ধারণা।

শনিবার (২০ এপ্রিল) রাতে সদরঘাট থানার কর্ণফুলী ঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হলেন— আরফাতুল ইসলাম (২২) ও মো. ফয়সাল আহমদ (২৬)। তারা দুজনেই চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

বিজ্ঞাপন

সদরঘাট থানা নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক সারাবাংলাকে জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে চোরাই ডিজেলসহ দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় নৌকা থেকে ২৬টি ড্রামে ৪০ লিটার করে এক হাজার ৪০ লিটার ডিজেল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকাতে থাকা একজন কৌশলে পালিয়ে যান।

সদরঘাট নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) সনজীব নাথ সারাবাংলাকে বলেন, ‘আমরা প্রতিদিনের মতো চেকপোস্টে টহল দিচ্ছিলাম। পরে একটি নৌকাকে সন্দেহ হলে সেটা থামিয়ে ঘাটে নিয়ে আসি। এ সময় নৌকা থেকে এক হাজার ৪০ লিটার ডিজেল পাওয়া যায়, যার কোনো বৈধ কাগজ আমাদের তারা দেখাতে পারেনি।’

‘তেলগুলো তারা কীভাবে সংগ্রহ করেছে বা কোথায় নিয়ে যাচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তথ্য স্বীকার করেনি। তবে আমাদের ধারণা, তারা এগুলো নদীতে থাকা বিভিন্ন নৌ যান থেকে চুরি করেছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে,’— বলেন এসআই সনজীব।

সারাবাংলা/আইসি/টিআর

কর্ণফুলী নদী চোরাই ডিজেল ডিজেল চুরি