Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৪ ১৬:৪৬

জয়পুরহাট: জয়পুরহাটের বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাহবুব হোসেন (৩৫) এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দুপুরে পাঁচবিবি উপজেলার দানেজপুরে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুব হোসেন দানেজপুর গ্রামের মোজাহার আলীর ছেলে।

পাঁচবিবি থানার (ওসি তদন্ত) হাবিবুর রহমান জানান, মাহবুব হোসেন একজন দুধ ব্যবসায়ী। তিনি বিভিন্ন এলাকার গরুর থেকে দুধ সংগ্রহ করে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। পথে একটি বালু বোঝাই ট্রাক্টর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, স্থানীয়রা ট্রাক্টরটি আটক করলেও চালক পালিয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সারাবাংলা/ইআ

জয়পুরহাট মোটরসাইকেল চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর