১১ বছরের শিশুকে গণধর্ষণ, কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার
২০ এপ্রিল ২০২৪ ১৩:৪৮
ঢাকা: রাজধানীর মিরপুরে ১১ বছরের এক শিশুকে গণধর্ষণ ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহম্মদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গতকাল রাতে সংবাদ পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আরও একজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় নারী শিশু নির্যাতন আইনে একটি মামলা হয়েছে।
আসামিরা হলেন-সাজ্জাদ হোসেন (১৭), মো. সায়েম (১৬) ও মো. আলহাজ (১২)। তারা তিনজনই ভাসমান অবস্থায় মিরপুর সোনি সিনেমা হল এলাকায় থাকেন।
পুলিশ জানিয়েছে, মামলাার বাদী শিশুটি মা এজাহারে উল্লেখ করেছেন, শিশুটি একজন মানসিক রোগী। শিশুটির বাবা গত বছর মারা গেছেন। মেয়েকে রূপনগরের টিনশেট বাসায় রেখে গৃহপরিচারিকার কাজে যেতেন। গতকালও তিনি মেয়েকে রেখে কাজে যান।
বাসায় ফিরে এসে মেয়েকে না পেয়ে তিনি খোঁজাখুঁজি শুরু করেন। পরে সনি সিনেমা হল এলাকায় ঝোপের মধ্যে রক্তাক্ত অবস্থায় মেয়েকে পান। এরপর ৯৯৯ কল করে পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। মেয়েটির অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতার আসামিরা শিশুটিকে ধর্ষণের কথা স্বীকার করেছে।
সারাবাংলা/ইউজে/এনইউ