Monday 15 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহবধূকে দলবেঁধে ধর্ষণ: ৫ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ২৩:৩৪

বগুড়া: বগুড়ায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো, মো. রাব্বি (২৪), আব্দুল অহেদ (২১), মো. নুর আলম নিশাদ (২২), মো. কাউছার (২১) ও মো. হৃদয় (২১)। এদের মধ্যে একজন ধর্ষণে সহায়তাকারী বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি গাবতলি উপজেলার মহিষাবান মধ্যপাড়া এলাকায়।

পুলিশ জানায়, ওই গৃহবধুর স্বামী ইজিবাইক চালক। বৃহস্পতিবার বিকালে স্ত্রীকে নিয়ে নিজের ইজিবাইকে করে যমুনা নদীর তীরে বেড়াতে যান স্বামী। সেখান থেকে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পোড়াদহ এলাকায় ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে তাদের থামায় এবং পাশের নির্জন সিঙ্গার বিল এলাকায় নিয়ে যায়। সেখানে ইজিবাইকের ভেতর স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করে অভিযুক্তরা।

বিজ্ঞাপন

গৃহবধূ ও তার স্বামী ছাড়া পেয়ে থানায় গিয়ে ঘটনাটি জানান। পরে রাত আড়াইটায় মামলা দায়ের হয় এবং পুলিশ অভিযান শুরু করে।

শুক্রবার ভোরে ধর্ষকদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন গাবতলি থানার ওসি। তিনি জানান, ধর্ষকরা গৃহবধূর স্বামীকে আগে থেকেই চিনতো।

সারাবাংলা/এমও
বিজ্ঞাপন

ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
১৫ ডিসেম্বর ২০২৫ ০৮:২৯

আরো