Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একসঙ্গে ভোট দিলেন ঢালিউডের ‘তিন কন্যা’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ১৬:৪৪

ঢাকা: সুচন্দা, ববিতা ও চম্পা- জনপ্রিয় এ তিন নায়িকাকে বলা হয় ঢালিউডের ‘তিন কন্যা’। ষাট-সত্তর-আশি ও নব্বই; এই চার দশক চলচ্চিত্রপ্রেমীদের মাতিয়ে রেখেছিলেন তারা তিন বোন। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী সিনেমা।

শুক্রবার (১৯ এপ্রিল) এই তিন বোন একসঙ্গে বিএফডিসিতে শিল্প সমিতির নির্বাচনে ভোট দিতে এসেছেন। দুপুরের বিরতির পর ২টা ৪৫ মিনিট বিএফডিসিতে আসেন তারা। শিল্পীরা তাদের দেখে আনন্দিত হয়ে সোগ্লান দিতে থাকে।

বিজ্ঞাপন

এই সময় ববিতা বলেন, ‘এফডিসিতে আসা বন্ধই করে দিয়েছিলাম। অনেকদিন পর আসলাম। আজকে সবার সঙ্গে দেখা হচ্ছে সে কারণেই আমার আসা। যারা সত্যিকারের অর্থে কাজ করবে তাদেরই ভোট দেব।’

সুচন্দা বলেন, ‘আজ অনেক আশা নিয়ে ভোট দিতে আসছি। প্রত্যেকবারই আসি। এখন নতুন-পুরাতন সবাই মিলে নির্বাচনে নেমেছে এজন্যই আমার আসা। চলচ্চিত্রের মধ্যে আমাদের সমিতি গুরুত্বপূর্ণ সমিতি। শিল্পীদের ছাড়া আমাদের চলচ্চিত্র হয় না তাই শিল্পীদের বিকল্প নেই। বক্তব্যে নয়, যারা সততার সঙ্গে দক্ষতার সঙ্গে কাজ করবে তাদেরকেই আমরা ভোট দেব। যাতে আমাদের সংগঠন আরও সুন্দর হয়।’

চম্পা বলেন, ‘নতুন-পুরাতন যারাই নির্বাচন করছে প্রত্যেকে আমার প্রিয়। শিল্পী শব্দটা ভীষণভাবে আমাদের পরিবারের মনে হয়। তাই আমি মনে করি আমরা সবাই মিলে এক। সবাই মিলে যদি এগিয়ে যেতে পারতাম তাহলে আমাদের শিল্পটাকে অনেক এগিয়ে নিতে পারতাম।’

সারাবাংলা/এজেডএস/এমও

টপ নিউজ ঢালিউড তিন কন্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর