Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাসানচরে এক রোহিঙ্গাকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৪ ০৯:৩১ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ১৪:৫০

নোয়াখালী: জেলার হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে মো. সুলতান (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাৎক্ষণিকভাবে এ হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেনি পুলিশ।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ভাসানচর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ১১৬ নম্বর ক্লাস্টার থেকে ওই রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। আর সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে ১১৬ নম্বর ক্লাস্টারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুলতান ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নম্বর ক্লাস্টারের মৃত মো.আব্দুল আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সুলতান ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৭৮ নম্বর ক্লাস্টারে বসবাস করতেন। ১১৬ নম্বর ক্লাস্টারের খালি জায়গায় তিনি সবজি চাষ করতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তার ছেলে ১১৬ নম্বর ক্লাস্টারে বাবাকে সকালের নাশতা দিয়ে যান। এরপর দুপুর সোয়া ১টার দিকে একই স্থানে তার ছেলে বাবার জন্য দুপুরের ভাত নিয়ে যান। গিয়ে বাবাকে দেখতে না পেয়ে ১১৬ নম্বর ক্লাস্টারে বিভিন্ন জায়গায় বাবাকে খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে বাবার গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেয় তার ছেলে। এ সময় অন্য ক্লাস্টারের লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ভাসানচর থানার এসআই নুর হোসেন জানান, পিছনের দিক থেকে গলা কেটে তাকে হত্যা করা হয়। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ হত্যার রহস্য উৎঘাটনে জোর চেষ্টা চালাচ্ছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

টপ নিউজ নোয়াখালী ভাসানচর রোহিঙ্গা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর