২ বাসের চাপায় আহত ট্রাফিক কনস্টেবল, আঘাত গুরুতর
১৮ এপ্রিল ২০২৪ ১৬:০৩ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৮:৪০
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় দায়িত্ব পালনের সময় দুই যাত্রীবাহী বাসের মাঝে চাপা পড়েছেন ট্রাফিক পুলিশের ওয়ারী বিভাগের একজন কনস্টেবল। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত গুরুতর।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ কনস্টেবল মিথুনকে চাপা দেওয়া দুটি বাসই তুরাগ পরিবহণের। বাস দুটিকে আটক করা হয়েছে।
ডিসি (ট্রাফিক ওয়ারী জোন ) মোহাম্মদ আশরাফ ইমাম বলেন, দুই বাসের মাঝখানে চাপা খেয়ে কনস্টেবল মিথুনের নাক-মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে। দুটি বাস আটক অবস্থায় থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সার্জারি বিভাগের কনসালট্যান্ট ডা. শিশির কুমার ঘোষ জানান, আহত পুলিশ সদস্যের অবস্থা গুরুতর। তার শরীরে অভ্যন্তরীণ আঘাত রয়েছে। তাকে দ্রুত রক্ত দিতে হবে। এক্সরেসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা দেওয়া হয়েছে।
সারাবাংলা/আরএফ/এসএসআর/টিআর