Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুবিরোধী প্রচারে মাসে ৫০,০০০ টাকা পাবেন উত্তরের কাউন্সিলররা

স্টাফ করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ২২:৩১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১০:২৩

ঢাকা: ডেঙ্গুর মৌসুম শুরু হওয়ার আগে একযোগে ৫৪টি ওয়ার্ডে জনসচেতনতা কার্যক্রম চালাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। জনসাধারণকে সম্পৃক্ত করে ডেঙ্গু মোকাবিলায় ৫৪ জন সাধারণ ও ১৮ জন সংরক্ষিত নারী কাউন্সিলর মাসব্যাপী এই প্রচারাভিযান পরিচালনা করবেন। এ কার্যক্রম শুরু হবে ২২ এপ্রিল। আর প্রত্যেক কাউন্সিলরকে এসব প্রচার অভিযান চালানোর জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়া হবে।

বিজ্ঞাপন

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে সিটি করপোরেশনের সব কাউন্সিলর ও কর্মকর্তাদের অংশগ্রহণে ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী প্রচারাভিযান পরিচালনা বিষয়ক এক ভার্চুয়াল সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছেন তাদের সেবা করার জন্য। মশার যন্ত্রণায় যদি তারা অতীষ্ঠ থাকে তার কী জবাব দেবো আমরা? তাই সব কাউন্সিলর ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীদের একযোগে কাজ করে ডেঙ্গু মৌসুম শুরুর আগেই তা নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে।

এ কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, সবাই সচেতন থাকলে এডিস মশা কখনোই বংশ বিস্তার করতে পারবে না। নিজের নিরাপত্তার জন্যই অন্যকে এ বিষয়ে সচেতন করতে হবে। কাউন্সিলররা নিজ নিজ এলাকার বিশিষ্ট ব্যক্তি, মসজিদের ইমাম, শিক্ষক-শিক্ষার্থী সবাইকে সম্পৃক্ত করে প্রতি মাসে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক মতবিনিময় সভা ও র‍্যালির আয়োজন করবেন। এ জন্য প্রত্যেক কাউন্সিলরকে প্রতি মাসে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

মেয়র বলেন, ২২ এপ্রিল থেকে ডেঙ্গু মোকাবিলায় শহরজুড়ে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা এডিস মশার প্রজননস্থল ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ পরিত্যক্ত পলিথিন, চিপসের প্যাকেট, আইসক্রিমের কাপ, ডাবের খোসা, অব্যবহৃত টায়ার, কমোড ও অন্যান্য পরিত্যক্ত দ্রব্য জনগণের কাছ থেকে নগদ মূল্যে কেনা হবে।

প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের কার্যালয়ে গিয়ে যে কেউ এসব দ্রব্য জমা দিয়ে নগদ অর্থ নিয়ে নিতে পারবেন বলে জানান মেয়র। বলেন, সভায় প্রত্যেক কাউন্সিলরকে নির্ধারিত দামে ময়লা কেনার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএফ/টিআর

টপ নিউজ ডিএনসিসি ডেঙ্গু ডেঙ্গুবিরোধী প্রচার ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর