Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচারপতিদের সমান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচন কমিশনাররা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ২০:০১ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ২০:৪৮

ঢাকা: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতি যে পরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, একই বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পাবেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে অন্য নির্বাচন কমিশনাররা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন বিচারপতির সমান বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

এমন বিধান রেখে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন, ২০২৪-এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বুধবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

পরে সচিবালয়ে সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, এর আগে এ আইনের ইংরেজি সংস্করণ অনুযায়ী আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতিরা যে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা পান, আমাদের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররাও সেই সুযোগ-সুবিধা পাবেন বলে উল্লেখ ছিল। সেই আইনটিই বাংলায় করা হয়েছে। তাতে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ২১ আগস্ট বিচারপতিদের সমান সুযোগ-সুবিধা চেয়ে আইনের খসড়া অনুমোদন করে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। এতে আপিল বিভাগের বিচারপতিরা যে সুযোগ-সুবিধা পান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সেই সুবিধা এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সমপর্যায়ের সুযোগ-সুবিধা রাখা হয়েছে অন্য কমিশনারদের জন্য।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাঙ্গীর আলম জানিয়েছিলেন, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৩-এর বিষয়ে ১৯৮৩ সালের যে অধ্যাদেশ আছে, সেটা বাংলায় করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সরকার ও আদালতের নির্দেশনা অনুযায়ী সামরিক শাসনমালে যে সব আইনগুলো ছিল, সেগুলো বাংলায় আইন করা হবে। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই কমিশনের নির্দেশে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার (পারিতোষিক ও বিশেষাধিকার) আইন-২০২৩ কমিশন সভায় অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/টিআর

আইনের খসড়ায় অনুমোদন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার মন্ত্রিসভা মন্ত্রিসভার বৈঠক

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর