Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউটিলিটি বিলিং ব্যবস্থা সহজ করবে ‘ভাড়াটিয়া’ অ্যাপ


২৭ মে ২০১৮ ১৭:২৭

।। সারাবাংলা ডেস্ক ।।

ঢাকা: বাড়িওয়ালাদের নানা ধরনের ইউটিলিটি বিলিং ব্যবস্থা ঝামেলা মুক্ত ও সাশ্রয়ী করতে এসেছে নতুন অ্যাপ ‘ভাড়াটিয়া’।
এটি একটি ক্লাউডভিত্তিক ইউটিলিটি বিলিং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এটি দিয়ে এপার্টমেন্ট, ফ্ল্যাট, দোকানের প্রতি মাসের বিদ্যুৎ, পানি, গ্যাস বিল, নিরাপত্তা ও সার্ভিস চার্জসহ অন্যান্য হিসাব খুব সহজেই তৈরি করা যায়।

সাধারণত বাণিজ্যিক বৈদ্যুতিক মিটারের ক্ষেত্রে পিক/অফ পিক মিটার রিডিং-এর সঙ্গে আলাদাভাবে পিক/অফ পিক বৈদ্যুতিক রেটের যে হিসাব তা সহজেই করা যাবে ‘ভাড়াটিয়া’তে। তাছাড়া আবাসিক মিটার-এর হিসাবও করা যাবে সহজেই। ‘ভাড়াটিয়া’ ১৫-২০ সেকেন্ডে একটি বিল তৈরি করতে পারে।

সংরক্ষণ করা যাবে ভাড়াটিয়াদের যাবতীয় তথ্য। সর্বোচ্চ ১৫ মেগাবাইটের কোনো চুক্তিপত্র অথবা কোনো গুরুত্বপূর্ণ ফাইল আপলোড করে রাখা যাবে এবং প্রয়োজনে যেকোনো জায়গা থেকে তা দেখা যাবে ও ডাউনলোড করা যাবে। জানা যাবে, কার কাছে কতো বকেয়া পাওনা আছে। কোন মাসে কত বিল আদায় হয়েছে। কোনো বাসা, অ্যাপার্টমেন্ট বা দোকান ভাড়া হবে কি না, তাও জানা যাবে ‘ভাড়াটিয়া’ থেকে।

মাসে যে বিল তৈরি হচ্ছে তা ভাড়াটিয়ার মোবাইল ফোনে মেসেজ দিয়ে জানানো যাবে। ব্যাংকে বিদ্যুৎ, গ্যাস, পানির বিল দিতে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে মূল্যবান সময়ের অপচয় হবে না।

‘ভাড়াটিয়া’তে বিদ্যুৎ বিলিং এপিআই ব্যবহার করে বাড়িওয়ালারা ঘরে বসেই ইউটিলিটি বিল পরিশোধ করতে পারবেন। বাড়ি ভাড়ার বিজ্ঞাপনও দেওয়া যাবে। বাড়ি খোঁজার কাজটি করা যাবে ঘরে বসেই।

বিস্তারিত জানতে ভিজিট করুন: http://www.varatiyaa.com

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর