চট্টগ্রামে হাতির হামলায় বৃদ্ধ নিহত
১৫ এপ্রিল ২০২৪ ১৩:৫৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ১৫:১৩
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের চন্দনাইশে হাতির হামলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বরমা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মধ্যম বাইনজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন একই এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির নাম সালাহ উদ্দীন (৩৫) বলে জানা গেছে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম সারাবাংলাকে জানান, নিহত জাকির হোসেন সোমবার ভোরে নিজের ক্ষেতে কাজ করার সময় হঠাৎ দু’টি হাতি তার উপর হামলা করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও জানান, খবর পেয়েই উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারকে প্রাথমিকভাবে ২০ হাজার টাকা ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেন। সুরতাহাল শেষে জাকিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/আইসি/এমও