Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবিশ্বাস্য লেভারকুসেনে গর্বিত আলোনসো

স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৪ ০৯:৩৮

ইতিহাস গড়ে লেভারকুসেনকে লিগ শিরোপা জিতিয়েছেন আলোনসো

মৌসুম শুরুর আগে এমন কিছুর কল্পনা হয়তো লেভারকুসেনের পাড় ভক্তও করেননি। ধুঁকতে থাকা বেয়ার লেভারকুসেন জার্মান লিগে ১১ বছর ধরে চলে আসা বায়ার্ন মিউনিখের রাজত্ব ভেঙে চুরমার করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে নিজেদের প্রথম শিরোপা জিতবে, এমনটা কি কেউ স্বপ্নেও ভেবেছিলেন? সেই স্বপ্নটাই সত্যি হয়েছে। লিগের ২৯ তম ম্যাচে ওয়ের্ডার ব্রেমেনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ৫ ম্যাচ হাতে রেখেই লিগ জয়ের আনন্দে মেতেছে এই মৌসুমে অজেয় থাকা লেভারকুসেন। বদলে যাওয়া লেভারকুসেনের অবিসংবাদিত নায়ক কোচ জাভি আলোনসো। শিরোপা জয়ের পর আলোনসো বলছেন, ক্লাবের এই বিশেষ মুহূর্তে নিজের দলকে নিয়ে গর্বিত তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন- লা-জবাব লেভারকুসেনে বুন্দেসলিগায় ইতিহাস

বায়ার্নের চেয়ে ১৩ পয়েন্ট এগিয়ে থেকে ব্রেমেনের বিপক্ষে মাঠে নেমেছিল লেভারকুসেন। শেষ ৬ ম্যাচে ৩ পয়েন্ট পেলেই ইতিহাস গড়তেন তারা। তবে এত অপেক্ষায় না রেখে ঘরের মাঠেই শিরোপা নিশ্চিত করেছেন আলোনসোরা। নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম শিরোপা জয়ের পর আলোনসো বলছেন, ক্লাবের এমন সাফল্যে যারপরনাই গর্বিত তিনি, ‘এটা ক্লাবের জন্য বিশেষ মুহূর্ত। ১২০ বছর অপেক্ষার পর আমরা জার্মান লিগ জিতেছি। দলের সবাই একত্রে দুর্দান্ত পারফর্ম করেছে। আমি তাদের নিয়ে গর্বিত। এই দলের কোচিং করানো আমার জন্য গর্বের বিষয়। অবশেষে আমরা বলে পারি যে আমরা জার্মানির চ্যাম্পিয়ন! এই সাফল্য আমরা অর্জন করেছি ভালো ফুটবল খেলেই। প্রথম শিরোপা অবশ্যই বিশেষ কিছু। ইতিহাসে অংশ হয়ে গিয়েছি আমরা সবাই।’

ফেব্রুয়ারির ১০ তারিখে বায়ার্নকে হারিয়ে ৫ পয়েন্টের লিড নিয়েছিল লেভারকুসেন। ওই জয়কেই লিগের টার্নিং পয়েন্ট মানছেন আলোনসো, ‘ঘরের মাঠে বায়ার্নকে হারানোটাই আমার কাছে লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ওই ম্যাচে হারলে তারা আমাদের চেয়ে এগিয়ে যেত। জয়টা সহজ ছিল না। পুরো মৌসুমজুড়েই ফুটবলাররা অনেক পরিশ্রম করেই শিরোপা জিতেছে।’

ব্রেমেনের বিপক্ষে ম্যাচের শেষের দিকে বারবারই মাঠে ঢুকে পড়ছিলেন লেভারকুসেন সমর্থকরা। শেষ পর্যন্ত ৯০ মিনিট হওয়া মাত্রই রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজান। সমর্থকদের এমন আবেগকে সম্মান জানাতে ভোলেননি আলোনসো, ‘সমর্থকরা পুরোটা সময় আমাদের পাশে ছিলেন। তারা খুব করেই শিরোপাটা চেয়েছেন। তাদের আবেগটা মাঠে দেখা গেছে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

জাভি আলোনসো বুন্দেসলিগা লেভারকুসেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর