Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাছের ঘের থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ২১:০৭

ঝালকাঠি: নলছিটিতে জুবায়ের ইসলাম গাজী (৬) নামে এক মাদরাসা ছাত্র পানিতে ডুবে মারা গেছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার বৈচুন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।

জুবায়ের ওই এলাকার ব্যবসায়ী মো. মনিরুজ্জামান গাজীর ছেলে ও স্থানীয় নান্দিকাঠি মারকাযুল কুরআন মাদরাসার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে জুবায়েরকে বাসায় দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বাড়ির পেছনে একটি মাছের ঘেরের পাশে তার ব্যবহৃত জুতা দেখে সেখানে খোঁজা শুরু করে। পরে ওই ঘের থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

মরদেহ উদ্ধার মাদরাসা ছাত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর