হরমুজ প্রণালীর কাছে একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে ইরানের আধাসামরিক বাহিনী। জাহাজটির আংশিক মালিকানা একজন ইসরাইলি ব্যবসায়ীর বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
ইরানের সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, প্যারামিলিটারি কমান্ডোরা হেলিকপ্টার থেকে পর্তুগালের পতাকাবাহী জাহাজ এমএসসি এরিসে অবতরণ করেছেন। জাহাজটির ক্রু সংখ্যা ২৫।
একটি বিবৃতিতে, ইরানি কর্তৃপক্ষ জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছে বলে নিশ্চিত করেছে এমএসসি এরিস। এতে বলা হয়েছে, তারপর থেকে জাহাজটি ইরানের জলসীমার দিকে যাচ্ছে।
এদিকে পর্তুগাল সরকার সিএনএনকে জানিয়েছে, শনিবার (১৩ এপ্রিল) সকালে পর্তুগিজ-পতাকাবাহী একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইরান। এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে পর্তুগাল।
পর্তুগিজ সরকারের মতে, এমএসসি এরিস নামক জাহাজটি জোডিয়াক মেরিটাইম লিমিটেড কোম্পানি পরিচালনা করে থাকে। এই কোম্পানিটির সদরদফতর লন্ডনে অবস্থিত। জাহাজটিতে পর্তুগিজ কোনো নাগরিক থাকার কোনো তথ্য নেই।
জাহাজটি পরিচালনা করা প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইম এক বিবৃতিতে জানিয়েছে, ইসরাইলি ব্যবসায়ী ইয়াল ওফারের আংশিক মালিকানা রয়েছে জাহাজটিতে।
এমন এক সময় কন্টেইনার জাহাজটি জব্দ করেছে ইরান যখন ইসরাইলে হামলার আশঙ্কা তুঙ্গে। গত সপ্তাহে সিরিয়ার রাজধানী দামেস্কতে ইরানি দূতাবাসে হামলা চালিয়েছিল ইসরাইল। এতে ইসরাইলের শীর্ষ কয়েকজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইরান এই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছে। যুক্তরাষ্ট্র মনে করে, খুব শিগগিরই ইসরাইলে প্রতিশোধমূলক হামলা চালাবে ইরান। ফলে ওই অঞ্চলে টানটান উত্তেজনা বিরাজ করছে।
আরও পড়ুন