Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ মিনিট পেছাল মঙ্গল শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ১৭:২৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ২০:১৫

ঢাকা: সবার অংশগ্রহণের সুবিধার জন্য পনেরো মিনিট পেছানো হয়েছে মঙ্গল শোভাযাত্রা শুরুর সময়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদ থেকে রোববার (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য এ এস এম মাকসুদ কামাল।

শনিবার (১৩ এপ্রিল) চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এর আগে, মঙ্গলবার শোভাযাত্রার সময় সকাল ৯টায় নির্ধারণ করা হয়েছিল।

উপাচার্য বলেন, ‘আমরা আগামীকাল বাংলা নববর্ষ উদযাপন করতে যাচ্ছি। আশা করছি, গত বছরের তুলনায় এ বছর ভালো কাটবে।’

এবারে মঙ্গল শোভাযাত্রার উপজীব্য হলো ‘অন্ধকার কাটিয়ে আলোর দিকে ধাবিত হওয়া।’ প্রতিবারের মতো এবারো চারুকলা অনুষদ দিবসটি উদযাপন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।

তিনি বলেন, ‘আগামীকাল সকাল ৯টা ১৫ মিনিটে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে চারুকলা থেকে শুরু হয়ে ঢাকা ক্লাব ও শিশু পার্ক ঘুরে টিএসসিতে এসে শেষ হবে। এছাড়া বিকেল ৫টা পর্যন্ত চারুকলায় সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।’

উপাচার্য জানান, পয়লা বৈশাখ উপলক্ষে ঢাবি ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা ও আর্চওয়ে থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভুভুজেলা বাঁশি বাজানো ও বিক্রি করা যাবে না। এ ছাড়া ইভটিজিং প্রতিরোধ পুলিশ প্রশাসন ও প্রক্টরিয়াল টিম প্রস্তুত থাকবে।

তিনি আরও জানান, ‘মঙ্গল শোভাযাত্রায় কোনো বাণিজ্যিক প্রচারণা করা যাবে না। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট বন্ধ রাখা হবে। আগত দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত পানি ও মোবাইল টয়লেটের সুবিধা রাখা হয়েছে।’

বিজ্ঞাপন

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন বলেন, ‘ছায়ানট থেকে বেরিয়ে সবাই যেন মঙ্গল শোভাযাত্রায় অংশ নিতে পারেন তাই এটি পনেরো মিনিট পেছানো হয়েছে।’

সারাবাংলা/আরএফ/একে

টপ নিউজ বাংলা নববর্ষ মঙ্গল শোভাযাত্রা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর