Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বন্ধুদের সঙ্গে মদপানের পর কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৪ ১২:৪৯ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৩:০৯

ঢাকা: রাজধানীর এলিফ্যান্ট রোডের এক বাসায় এক কিশোরের (১৭) মৃত্যু হয়েছে। বন্ধুদের সঙ্গে সে মদপান করেছিল বলে জানা গেছে। তার শরীরে অ্যালকোহলের উপস্থিতির কথা জানিয়েছেন চিকিৎসকরাও।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এলিফ্যান্ট রোডের বাসা থেকে স্বজনরা ওই কিশোরকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই কিশোর ব্রিটিশ কাউন্সিলে ‘ও’-লেভেলের শিক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

কিশোরটির বাবা জানান, এলিফ্যান্ট রোডে তাদের নিজস্ব ফ্ল্যাট। একমাত্র ছেলেকে নিয়ে সেখানেই বসবাস তাদের। ছেলের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল আগে থেকেই। শনিবার সকালে হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে, বমি করতে থাকে। দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মদপান বিষয়ে জানতে চাইলে কিশোরটির বাবা বলেন, বন্ধুদের সঙ্গে ঈদ আড্ডা দিতে গিয়েছিল। সেখানে মদান করেছিল কি না, আমার জানা নেই।

ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই মাসুদ ওই কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছেলেটির শরীরে অ্যালকোহলের উপস্থিতি ছিল বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নিউমার্কেট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/আরএফ/টিআর

কিশোরের মৃত্যু মদপান মদপানে মৃত্যু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর