Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানকে থামাতে চীনের দ্বারস্থ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৪ ২২:৩৩ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১০:৩১

মধ্যপ্রাচ্যে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। শুক্রবার (১২ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফোনে কথা বলার সময় এই আহ্বান জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মূলত ইসরাইলে সম্ভব্য হামলা থেকে ইরানকে বিরত রাখাতে চীনের সহযোগিতার জন্য এই ফোন দেন ব্লিঙ্কেন। খবর এনডিটিভি।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, চীনের প্রভাব ব্যবহার করে ইসরাইলে সম্ভব্য হামলা থেকে ইরানকে বিরত রাখার জন্য অ্যান্টনি ব্লিঙ্কেন এই ফোন দেন।

বিজ্ঞাপন

সম্প্রতি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে হামলায় নিহত হওয়া ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের দুই শীর্ষ কমান্ডারসহ সাত কর্মকর্তার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান।

শুক্রবার দুই পররাষ্ট্রমন্ত্রীর ফোনে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছে চীন। এ সময় হামলার তীব্র নিন্দা জানিয়ে কূটনৈতিক প্রতিষ্ঠানের সুরক্ষার ‘অলঙ্ঘনীয়’ আইন এবং ইরান ও সিরিয়ার সার্বভৌমত্বকে সম্মান করার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘মধ্যপ্রাচ্য সমস্যার সমাধানে চীন একটি গঠনমূলক ভূমিকা পালন করতে থাকবে এবং পরিস্থিতি শান্ত করতে অবদান রাখবে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষের একটি গঠনমূলক ভূমিকা পালন করা উচিত।’

এর আগে, গত ১ এপ্রিল দামেস্কে ইরানের কনস্যুলেট ভবনে হামলায় দেশটির সিনিয়র সামরিক কর্মকর্তাসহ ১৩ জন নিহত হন। এর মধ্যে সিরিয়া ও লেবাননে ইরানের এলিট কুদস ফোর্সের সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

অ্যান্টনি ব্লিঙ্কেন ইরান ওয়াং ই চীন টপ নিউজ মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর