Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি, শুভেচ্ছা বিনিময় বঙ্গভবনে

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৪ ২০:৫৯

ঢাকা: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর জাতীয় ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাতে সর্বস্তরের মুসল্লিদের সঙ্গে নামাজ আদায় করবেন। রাষ্ট্রপতি তার পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের নামাজে অংশ নেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানিয়েছেন, তবে প্রতিকূল আবহাওয়ার কারণে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করা সম্ভব না হলে মহামান্য রাষ্ট্রপতি সকাল ৯টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ আদায় করবেন।

বিজ্ঞাপন

এরপর সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং তার স্ত্রী ড. রেবেকা সুলতানা পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষ্যে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

জানা গেছে, সিনিয়র রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি।

বঙ্গভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ১৫০০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সারাবাংলা/জেআর/একে

ঈদ ঈদুল ফিতর ঈদের নামাজ টপ নিউজ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর