পদ্মা সেতু: একদিনে ৫ কোটি টাকা টোল আদায়
১০ এপ্রিল ২০২৪ ১১:৫৭ | আপডেট: ১০ এপ্রিল ২০২৪ ১৪:৩৯
ঢাকা: একদিনে সর্বোচ্চ প্রায় ৫ কোটি টাকা টোল আদায় করে রেকর্ড গড়েছে পদ্মা সেতু। মঙ্গলবার (৯ এপ্রিল) পদ্মা সেতুতে টোল আদায়ের এই নতুন রেকর্ড তৈরি হয়।
সেতু কর্তৃপক্ষ সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেতু পাড়ি দিয়েছে ৪৫ হাজার ২০৪টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৪ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৫০ টাকা।
পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানিয়েছেন, এটি একদিনে টোল আদায়ের সর্বোচ্চ রেকর্ড।
পরিবারের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে নাড়ির টানে রাজধানী ঢাকা থেকে বাড়িতে ফিরছেন মানুষ। এতে করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে ও পদ্মা সেতুতে যানবাহনের সংখ্যা বেড়ে যায়। এর মধ্যে বুধবার (১০ এপ্রিল) থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় গতকাল মঙ্গলবার পদ্মা সেতু পাড়ি দেয় অনেক গাড়ি। ফলে এদিনে সর্বোচ্চ টোল আদায় করে সেতু কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সরকারি ঘোষণা অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) সারাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। তবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই আজ (বুধবার) দেশের বেশ কয়েকটি স্থানে ঈদ পালিত হচ্ছে।
সারাবাংলা/জেআর/এনএস