Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাবতলী থেকে বাস ছাড়তে বিলম্ব, যাত্রী ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ১৫:২৮

ঢাকা: রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড ঈদে ঘরমুখো মানুষের চাপ অব্যাহত রয়েছে। তবে আজ উপচেপড়া ভিড় না থাকলেও বিলম্বে বাস কাউন্টার ত্যাগ করায় যাত্রী ভোগান্তি কমছে না। পরিবহন শ্রমিকরা বলছেন, রাস্তায় যানজট থাকায় সময়মতো বাস কাউন্টার পৌঁছাতে পারছে না। তাই বাস ছাড়তে বিলম্ব হচ্ছে।

সোমবার (৮ এপ্রিল) রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে শত শত যাত্রীকে বাসের জন্য অপেক্ষা করতে দেখা যায়। এদিন বাসের টিকিট কাউন্টার এবং সড়কের পাশে শত শত যাত্রীর ভিড় পরিলক্ষিত হয়।

বিজ্ঞাপন

রংপুরগামী বাসের জন্য অপেক্ষা করতে থাকা শফিকুল ইসলামের সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘টিকিট দেওয়া হলেও বাস কাউন্টারে নাই। কাউন্টার থেকে অপেক্ষা করতে বলা হচ্ছে।’

এ প্রসঙ্গে কথা হয় সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা সজিব মিয়ার সঙ্গে। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমাদের কাউন্টার থেকে মাগুরা, যশোর, খুলনাসহ আরও কয়েকটি রুটে বাস চলাচল করে। তবে ইতোমধ্যে সব টিকিট শেষ। রাস্তায় জ্যামের কারণে কাউন্টারে গাড়ি পৌঁছাতে কিছুটা বিলম্ব হচ্ছে।’

গাবতলীর বিআরটিসির বাস কাউন্টার থেকে বগুড়া ও রংপুরগামী বাসের টিকিট দেওয়া হচ্ছে। সেখানে বিআরটিসির টিকিট বিক্রেতা মিরাজুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমরা সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছি।’ তিনি আরও বলেন, ‘উত্তরবঙ্গগামী সব পরিবহনই রাস্তায় কিছু না কিছু জ্যাম পোহাতে হচ্ছে।’

গাবতলী বাসস্ট্যান্ডের সামনের রাস্তায় টাঙ্গাইলগামী যাত্রী নূরে আলমের সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘বাস কম, তবে ভাড়া বেশি চাওয়া হচ্ছে। আমি ছাত্র মানুষ। নির্ধারিত ভাড়ায় যাওয়ার জন্য চেষ্টা করছি।’

বিজ্ঞাপন

এবার ঈদযাত্রায় গাবতলী বাসস্ট্যান্ডে যাত্রী নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করতে দেখা যায়। কেউ যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সেজন্য বিআরটিএর কর্মকর্তারাও দায়িত্ব পালন করছেন। আর সড়কে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো।

দারুস সালাম জোনের ট্রাফিক পুলিশের দায়িত্বরত পুলিশ সার্জেন্ট আবু সুফিয়ানের সঙ্গে কথা হয়। তিনি সারাবাংলাকে বলেন, ‘আমরা রাস্তায় যানবাহনের চাপ এখন পর্যন্ত ভালোভাবেই নিয়ন্ত্রণ করতে পেরেছি। আমাদের প্রচেষ্টায় কোনো ধরনের বাধা ছাড়াই যাত্রীবাহী যানবাহনগুলো আমিন বাজার সেতু অতিক্রম করতে পারছে। আজকের পর থেকে সড়কে যানবাহনের চাপ কমতে পারে।’

সারাবাংলা/কেআইএফ/এনএস

গাবতলী গাবতলী বাসস্ট্যান্ড