Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ১০:২৮

টাঙ্গাইল: টাঙ্গাইলে মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম দু‌র্ভো‌গে প‌ড়েছেন ঈদ উপলক্ষে ঘ‌রে ফেরা মানুষরা। সোমবার (৮ এপ্রিল) গভীররা‌তে শুরু হওয়া এই যানজট ২০ কি‌লো‌মিটার অং‌শজু‌ড়ে তৈ‌রি হয়েছিল। বর্তমানে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার পর্যন্ত থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ভোরে বঙ্গবন্ধু সেতুর (ঢাকা-টাঙ্গাইল) পূর্ব মহাস‌ড়কের টাঙ্গাইল সদ‌রের রাবনা বাইপাস হ‌তে সেতুর টোলপ্লাজা পর্যন্ত ২০ কি‌লো‌মিটার সড়‌কে এই যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এর আগে, ভোরে সেতুর উপর ২২ নম্বর পিলা‌রের কা‌ছে এক‌টি ডাবল ডেকারের এক‌টি বাস বিকল হ‌য়ে যাওয়ার পর সে‌টি উদ্ধা‌রে ৫‌ মি‌নিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ আরও বে‌ড়ে যায়।

বিজ্ঞাপন

এর আগে, সোমবার সেতুর উপর বাস বিকল ও সেতু‌তে টোল আদা‌য় বন্ধ থাকার কার‌ণে তৈ‌রি হয় যানজট। পরব‌র্তীতে রাত যত গভীর হ‌য়ে‌ছে যানজ‌ট তত বে‌ড়ে‌ছে ব‌লে বঙ্গবন্ধ‌ু সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে। এছাড়াও সেতুর উপর যানবাহনের দীর্ঘ সা‌রি তৈ‌রি হ‌য়ে‌ছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, মহাসড়‌কে প‌রিবহ‌নের খুবই চাপ র‌য়ে‌ছে। এতে পরিবহনগু‌লো খুবই ধীরগ‌তি‌তে চলাচল কর‌ছে। এছাড়া সেতুর উপর এক‌টি বাস নষ্ট হওয়ায় ৫‌ মি‌নিট বন্ধ ছিল প‌রিবহন চলাচল। এছাড়াও পরিবহনগু‌লো রাস্তায় দা‌ড়ি‌য়ে যাত্রী তোলায় অন‌্যান‌্য প‌রিবহনগু‌লো ধীরগ‌তির সৃ‌ষ্টি হয়।

সারাবাংলা/এনএস

টপ নিউজ টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর