ছেলেকে বাঁচাতে গিয়ে হামলায় আহত বাবা ‘মৃত্যুর মুখে’
৮ এপ্রিল ২০২৪ ২২:৪৮ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ১১:৫০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সন্তানকে উঠতি বয়সের তরুণদের মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক ব্যক্তি। পেশায় দন্ত চিকিৎসক ওই ব্যক্তি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শুক্রবার (৫ এপ্রিল) নগরীর আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার কোরবান আলীর (৬০) বাসা ফিরোজ শাহ কলোনিতে। ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় তার একটি ডেন্টাল ক্লিনিক আছে বলে পুলিশ জানিয়েছে। তিনি নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
আকবর শাহ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম রব্বানী সারাবাংলাকে জানান, শুক্রবার বিকেলে কোরবান আলীর ছেলে আলী রেজাকে কয়েকজন তরুণ মারধর করছিলেন। সেটা দেখতে পেয়ে তিনি ছেলেকে বাঁচাতে ছুটে যান। এ সময় তরুণরা তার ওপরও হামলা চালায়।
হামলাকারীরা সবাই সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রসুল নিশানের অনুসারী কিশোর গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ করেছেন আলী রেজা।
আকবর শাহ এলাকার বাসিন্দা গোলাম রসুল নিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে তিনি পরিচিত।
আলী রেজা জানান, প্রায় দুই মাস আগে একদিন ফিরোজ শাহ ঈদগাঁ মাঠের কাছে জে-লেইনে তিন স্কুলছাত্রকে নিশানের অনুসারী তরুণরা মারধর করছিল। সেটা দেখে রেজা ট্রিপল নাইনে ফোন করে পুলিশ ডেকে আনেন। পুলিশ গিয়ে হামলাকারীদের একজনকে আটক করে তিন জনকে উদ্ধার করে।
তিনি বলেন, ‘ওইদিনই গোলাম রসুল নিশান আমার বাসায় গিয়ে আমাকে হুমকি দিয়ে এসেছিল। আমি মনে করেছি বিষয়টি সেখানেই সমাধান হয়ে গেছে। কিন্তু দুই মাস পর গত শুক্রবার বিকেলে ইফতার আনতে যাওয়ার পথে কয়েকজন আমাকে ঘিরে মারধর শুরু করে। এটা দেখে বাবা আমাকে বাঁচাতে বাসা থেকে নেমে আসেন। এ সময় তারা পাথর দিয়ে আমার বাবার মাথায় আঘাত করে।’
তিনি আরও বলেন, ‘এতে আমার বাবা সেখানেই জ্ঞান হারান। প্রথমে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে অবস্থার অবনতি হওয়ায় বেসরকারি একটি হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।’
এ ঘটনায় আকবর শাহ থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি গোলাম রব্বানী।
সারাবাংলা/আরডি/পিটিএম