নওগাঁয় কোটি টাকার হেরোইন উদ্ধার
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৪ ১৩:৪৩ | আপডেট: ৮ এপ্রিল ২০২৪ ১৪:০৯
৮ এপ্রিল ২০২৪ ১৩:৪৩ | আপডেট: ৮ এপ্রিল ২০২৪ ১৪:০৯
নওগাঁ: নওগাঁর রাণীনগরে ট্রেনে অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে বিজিবি- ১৬ এর একটি দল।
রোববার (৭ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশন থেকে ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
বিজিবি-১৬ এর মেজর ফারুক জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনে হেরোইনের একটি বড় চালান যাচ্ছে। এরপর রোববার রাত ৮টার দিকে রাণীনগর থানা পুলিশের সহযোগিতায় তারা ট্রেনে অভিযান চালায়।
এ সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ট্রেনের সিটের নিচে হেরোইনের ছয়টি প্যাকেট ফেলে রেখে পালিয়ে যায়।
সারাবাংলা/ইআ