Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৪ ২০:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। এতে এক শিশুসহ আরও তিন জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার ভূজপুর ইউনিয়নের কাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাকিল (১৮) ভোলা জেলার বাসিন্দা। তবে তার পরিবারে চট্টগ্রাম শহরে বসবাস করেন। তিনি কাজিরহাট ইসলামিয়া বাবুনগর মাদরাসার হিফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। মাদরাসার ছুটিতে তার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ পালন করার কথা ছিল।

এদিকে, আহত তিনজন হলেন- রাইসা মনি (৬), ওয়াজিয়া (১৫) ও মো. ইউসুফ (৩৬)।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান সারাবাংলাকে জানান, বন্ধুর বাসায় ইফতার করতে দুপুরে মাদরাসা থেকে বের হয়েছিলেন শাকিল। তিনি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বন্ধুর বাড়ি যাচ্ছিলেন। রাস্তায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন চার জন। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শাকিল মারা যায়।

তিনি আরও জানান, আগামীকাল থেকে মাদরাসা ছুটি। ঈদের ছুটিতে তার চট্টগ্রাম শহরে বাসায় আসার কথা ছিল। এ ঘটনায় কাউকে এখনও গ্রেফতার করা যায়নি। দুই বাহনের চালকই পালিয়ে গেছেন। লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/আইসি/পিটিএম

নিহত মাদরাসা শিক্ষার্থী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর