Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মণিরামপুরে পানিতে ডুবে ২ ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৪ ২০:৩১

প্রতীকী ছবি

যশোর: জেলার মণিরামপুরে পুকুরের পানিতে ডুবে সাবিদ (৪) ও সামিয়া (৫) নামের আপন দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাবিদ ও সামিয়া ওই গ্রামের মাস্টার শহিদুল ইসলামের সন্তান।

স্থানীয় ইউপি সদস্য সাথী বেগম জানান, দুই ভাই-বোন বাবার কাছে আইসক্রিম খাওয়ার বায়না করে। ঘটনার কিছুক্ষণ আগে তাদের বাবা শহিদুল ইসলাম দুই ভাই-বোনকে আইসক্রিম কিনে দিয়ে বিচালি (গরুর খাবারের জন্য খড়) কাটতে বসেন। তাদের মা শারমিন গৃহস্থালি কাজে গেলে দুই ভাই- বোন খেলতে যায়। এর পর দুপুর গড়িয়ে গেলেও দুই সন্তানের কেউ বাড়িতে না ফেরায় বাবা শহিদুল ইসলাম ও মা শারমিন খাতুন উদ্বিগ্ন হয়ে পড়েন।

সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজির পর বাড়ির পাশে পুকুরে নেমে পড়েন বাবা শহিদুল ইসলাম। এক পর্যায় মেয়ে সামিয়া ও ছেলে সাবিদকে হাত ধরাধরি অবস্থায় পুকুর হতে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হয়। স্থানীয় চিকিৎসক আজিজুর রহমান জানান, শিশু দুটি আগেই মারা গেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ ডুবে পানি মনিরামপুর শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর