Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার লকার ভেঙে টাকা চুরি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ১৬:২৪ | আপডেট: ৩ এপ্রিল ২০২৪ ১৭:৫৯

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় লকার ভেঙে পাঁচ লাখ ২৩ হাজার ৬৮৪ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে উপজেলার আলাউদ্দিন নগরে এ ঘটনা ঘটে।

ওই শাখার মালিক হারুন আর রশিদ বলেন, মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় অফিসের স্টাফরা সবকিছু ঠিকঠাক রেখে বাসায় যান। বুধবার (৩ এপ্রিল) সকালে অফিসে এসে তারা সবকিছু অগোছালো দেখতে পান। পরে দেখা যায় লকার ভেঙে পাঁচ লাখ ২৩ হাজার ৬৮৪ টাকা চোরে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

হারুন জানান, অফিসের পেছন পাশে জানালার গ্রিল ভাঙা পাওয়া গেছে। এ ছাড়া হারিয়ে গেছে সিসিটিভির হার্ডডিস্ক। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। চুরি হওয়ার যে নমুনা পাওয়া গেছে, তা নিয়ে কিছুটা সন্দেহ আছে। তারপরও যাচাই করে দেখছি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনইউ

কুমারখালী কুষ্টিয়া চুরি টপ নিউজ টাকা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর