ডেমরায় পুড়ল ১২ বাস, ৫ ইউনিটের চেষ্টায় নিভেছে আগুন
সিনিয়র করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ২২:৪১ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ ২২:৫১
১ এপ্রিল ২০২৪ ২২:৪১ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ ২২:৫১
ঢাকা: ডেমরায় আগুন লাগার ফলে ১২টি বাস পুড়ে গেছে। বাসগুলো লন্ডন এক্সপ্রেস নামে একটি কোম্পানির।
এর আগে, সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে গ্যারেজে দাঁড়িয়ে থাকা ভলভো বাসগুলোয় আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তাদের চেষ্টায় প্রায় একঘণ্টা পর ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘ডেমরার ধার্মিকপাড়ার কোনাপাড়া এলাকায় বাসে আগুনের খবর পেয়ে রাত ৮ টা ৫৯ মিনিটে ফায়ার সার্ভিস রওনা হয়। ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে এবং সিদ্দিকবাজার থেকে আরও ৩টি ইউনিট কাজ করে।’
কীভাবে আগুন লেগেছিল তাৎক্ষণিকভাবে জানা যায়নি- বলেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের এই কর্মকর্তা।
সারাবাংলা/ইউজে/একে