Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে আবাসিক হলে হেরোইন সেবনকালে ২ শিক্ষার্থী আটক

জাবি করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৪ ১৬:৪০

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে হেরোইন সেবনকালে দুই শিক্ষার্থীকে হাতানাতে আটক করেছে হল কর্তৃপক্ষ।

সোমবার (০১ এপ্রিল) সকালে শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু উক্ত বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন-বিশ্ববিদ্যালয়ের ৫০ ব্যাচের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইন্সটিটিউটের শিক্ষার্থী বশির আনজুম অর্নব এবং চারুকলা বিভাগের শিক্ষার্থী মো. রিয়াদ মিয়া ওরফে রিফাত।

অধ্যাপক সুকল্যাণ কুমার কুন্ডু বলেন, গত শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, হলের ‘বি’ ব্লকের ১৩৫ নম্বর কক্ষে হেরোইন সেবন চলছে। তখন হলের আবাসিক শিক্ষকদের নিয়ে অভিযান চালিয়ে দুই শিক্ষার্থীকে হাতানাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে দু’জনের মধ্যে একজন হেরোইন সেবনের কথা স্বীকার করেছে। ডোপ টেস্ট করার জন্য তাদের নমুনা সংগ্রহ করেছি। তবে ঘটনার পরেরদিন তাদের পরীক্ষা থাকায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। আমরা তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিবো।

এর আগে, অর্নবের বিরুদ্ধে বহিরাগত এক যুবককে অপহরণ করে ছিনতাইকালে দেশীয় অস্ত্রসহ আটক করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা। পরে তাকে বহিরাগত এক সহযোগীসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সারাবাংলা/এনইউ

আটক জাবি টপ নিউজ শিক্ষার্থী হেরোইন সেবন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর