ঢামেক হাসপাতালে ২ বন্দির মৃত্যু
১ এপ্রিল ২০২৪ ১৩:৫০ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ ১৪:২০
ঢাকা: ঢাকা কেন্দ্রীয় কারাগারের রহিম বিশ্বাস (৪৮) ও হাসমত আলী (৬১) নামে দুই বন্দি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
সোমবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষিরা রহিম বিশ্বাসকে ও দুপুর সাড়ে ১২টার দিকে হাসমত আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জানা গেছে, হাসমত আলী শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দড়িকানি নগর গ্রামের কিরাম উদ্দিনের ছেলে। তিনি ডাকাতি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। গতবছরের ৮ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তার কয়েদী নম্বর ৯৫৮১/এ।
এ ছাড়া, রহিম বিশ্বাসের বাবার নাম সৈয়দ আলী বিশ্বাস। তবে তার মামলার বিবরণ জানা যায়নি।
ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেরানিগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কারারক্ষীরা রহিম বিশ্বাস ও হাসমত আলীকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক পরিক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/ইআ