সায় দেয়নি মন্ত্রিসভা, বাড়ছে না ঈদের ছুটি
১ এপ্রিল ২০২৪ ১৩:১৭ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ ১৫:৪৩
ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের আগে মঙ্গলবার (৯ এপ্রিল) ছুটির যে সুপারিশ করা হয়েছিল তা নাকচ করে দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সুপারিশ নাকচ করে দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সংবাদ ব্রিফিংয়ে জানান, ক্যালেন্ডারে যেভাবে ছুটি রয়েছে। সেটাই থাকবে। ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা থাকবে।
তিনি বলেন, ‘এবার রমজান ৩০ দিন হওয়ার কথা। তবে যারা ঐচ্ছিক ছুটি নিতে চান। তারা আবেদন করে নিতে পারবেন। এটা নিয়মেই রয়েছে।’
এর আগে রোববার (৩১ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ছুটির সুপারিশের বিষয়টি তোলা হয়। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন মন্ত্রিসভায় ৯ এপ্রিল ছুটির সুপারিশ করা হবে। সে অনুযায়ী সোমবার (১ এপ্রিল) মন্ত্রীসভা বৈঠকে এই সুপারিশ করা হয়।
এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সারাবাংলাকে জানান, ছুটির সুপারিশ মন্ত্রিসভা বৈঠকে গ্রহণ করা হয়নি।
সারাবাংলা/জেআর/এমও