সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৩য় সমাবর্তনের প্রস্তুতি
৩১ মার্চ ২০২৪ ২২:২৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৪ ০০:৫৭
সিলেট: তৃতীয় সমাবর্তন সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সিলেটের অন্যতম বেসরকারি বিশ্ববিদ্যালয় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এসআইইউ)। এরই মধ্যে সমাবর্তনে অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন প্রক্রিয়া শেষ হয়েছে। এখন সমাবর্তন সফল করে তুলতে ব্যস্ত সময় পার করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আগামী ১৮ এপ্রিল ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন চন্ডিপুলের কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে হবে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মূল সমাবর্তন। এ ছাড়াও আগের দিন ১৭ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছে দিনব্যাপী অনুষ্ঠানমালা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পাঁচ বিভাগের ১৫টি প্রোগ্রামের দেড় হাজার শিক্ষার্থী সমাবর্তনে অংশ নিতে নিবন্ধন করেছেন। সমাবর্তনে যোগ দিতে অনেক শিক্ষার্থী প্রবাস থেকেও আসবেন। শিক্ষার্থীরা বলছেন, এ সমাবর্তন সহপাঠী, সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে পুনর্মিলনের একটি বড় উৎসব। সবাই অধীর আগ্রহে দিনটির অপেক্ষায় আছেন।
এদিকে সমাবর্তনের বিভিন্ন ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দফায় দফায় সভা চলছে উপকমিটিগুলোর। নিজেদের মধ্যে কাজের সমন্বয় নিয়ে সলাপরামর্শে সময় পার করছেন তারা। দীর্ঘদিন পর হতে যাওয়া এ সমাবর্তন নিয়ে সবার প্রত্যাশাও অনেক। ফলে নিষ্ঠার সঙ্গে সবাইকে কাজ করছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সমাবর্তনে রাষ্ট্রপতি ও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. সাহাবুদ্দিনের পক্ষে সভাপতিত্ব করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। সমাবর্তন বক্তা থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
এ ছাড়া বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমদ ও ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর সমাবর্তন অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন। সিলেটসহ দেশের খ্যাতিমান শিক্ষাবিদদের পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদেরও সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো.আশরাফুল আলম বলেন, সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয়ে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষক-কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ১৫টি উপকমিটির সদস্যরা নিজ নিজ দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
সমাবর্তন সফল করতে সবার সহযোগিতা কামনা করে উপাচার্য আরও বলেন, এটি শুধু এসআইইউ পরিবার নয়, সিলেটের সব শিক্ষার্থী,অভিভাবক ও প্রাগ্রসর মহলেরও উৎসব।
সারাবাংলা/টিআর