রাতে আসছে ভারতীয় পেঁয়াজ, বিক্রি হবে ৪০ টাকা কেজিতে
৩১ মার্চ ২০২৪ ১৩:৫৩ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৪:০৯
ঢাকা: ভারত থেকে পেঁয়াজের প্রথম চালান আজ রাতে দেশে পৌঁছাবে। পরশু থেকে বাজারে এই পেঁয়াজ খুচরা বিক্রি হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ‘ভারতীয় পেঁয়াজ বিক্রি হবে প্রতি কেজি ৪০ টাকায়।’
রোববার (৩১ মার্চ) সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে এসব তথ্য জানান তিনি।
বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ নিয়ে আমাদের ট্রেন আজ রাতে দেশে পৌঁছে যাবে। প্রথম পর্যায়ে ১ হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজ আসবে। পেঁয়াজ পৌঁছানোর পর ডিলারদের কাছ থেকে জমা নেবো। কারণ এটা পঁচনশীল পণ্য, তাই এটাকে মজুত রাখা যাবে না। এই পেঁয়াজ ঢাকা ও চট্টগ্রামে বিক্রি হবে। প্রতি কেজি পেঁয়াজ ৪০ টাকা দামে টিসিবির মাধ্যমে ওপেন সেল করবো।’
শুধু চট্টগ্রাম ও ঢাকাতে পেঁয়াজ বিক্রি হবে কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জেলাগুলোতে নিজেদের উৎপাদিত পেয়াঁজ পাওয়া যাচ্ছে। এই দুই মেগা সিটিতে পেঁয়াজের দাম ৪০ টাকা বিক্রি হলে আমার বিশ্বাস অন্তত দেশের ত্রিশটা জেলায় পেঁয়াজের দাম ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হবে।’
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আশা করি সবার সহযোগিতা থাকলে ঈদুল ফিতর ও তার সময়টায় বাজার ব্যবস্থাপনা স্বচ্ছ রাখা যাবে। আমাদের উন্নতি হচ্ছে।’
বর্তমান বাজারে পণ্যমূল্য সহনীয় দাবি করে বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাজার পর্যবেক্ষণ থেকে শুরু করে এ সংক্রান্ত টাস্কফোর্স ও অংশীজনেরা সবাই গত কয়েক বছরের চেয়ে বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। অংশীজনেরা আশস্ত করেছে যে বর্তমান বাজার ব্যবস্থা আছে তার ধারাবাহিকতা বজায় রাখা গেলে ভোক্তারা আরও বেশি উপকৃত হবেন।’
বর্তমান বাজার পরিস্থিতিতে প্রতিমন্ত্রী সন্তুষ্ট কিনা সে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি এতেই সন্তুষ্ট যে, বাজারে সব পণ্যের সরবরাহ আছে। কোনো পণ্যের ঘাটতি নেই। মূল্য কমের দিকে।’
সারাবাংলা/জেআর/এমও