Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৪ ১২:৪১ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৪:৩৪

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত (৮) বছরের এক ছেলে শিশু নিহত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয় পাওয়া যায়নি।

রোববার (৩১মার্চ) সকাল ১১টার দিকে কামরাঙ্গীরচর খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় পথচারীরা ওই শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. তানভীর হোসেন জানান, কামরাঙ্গীরচর খালপাড়ে রাস্তা পার হচ্ছিল শিশুটি। এসময় একটি ইজিবাইকের ধাক্কায় পড়ে যায় সে। তখন একটি মালবাহী ভ্যানগাড়ি ওই শিশুটির গলার উপড় দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে মারা যায় সে। তবে ঘটনাস্থলে শিশুটির কোনো অত্মীয়-স্বজনে পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানায় জানানো হয়েছে। তবে ওই শিশুর নাম-পরিচয় পাওয়া যায়নি।

সারাবাংলা/এসএসআর/এনএস

ইজিবাইকের ধাক্কা কামরাঙ্গীরচর টপ নিউজ শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর