Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আফ্রিদিকে সরিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর

স্পোর্টস ডেস্ক
৩১ মার্চ ২০২৪ ১১:২৭ | আপডেট: ৩১ মার্চ ২০২৪ ১৩:২৩

ওয়ানডে ও টি-২০ তে আবারও পাকিস্তানের অধিনায়ক বাবর

ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার পর নিজেই তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছেড়েছিলেন। দায়িত্ব ছাড়ার তিন মাসের মাথায় আবারও পাকিস্তানের অধিনায়কত্ব ফিরে পেলেন বাবর আজম। পিসিবি আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক এখন বাবর।

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে খুব একটা ভালো করতে পারেনি পাকিস্তান। সেমিফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় নিজেই অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বাবর। বাবরের অধিনায়কত্ব ছাড়ার পর ওয়ানডে ও টি-২০ ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক করা হয়েছেন শাহিন আফ্রিদিকে। টেস্টের অধিনায়ক হয়েছিল শান মাসুদ।

বিজ্ঞাপন

তবে বাবরের দায়িত্ব পাওয়ার পর থেকেই গুঞ্জন চলছিল, খুব বেশিদিন দায়িত্ব ধরে রাখতে পারছেন না আফ্রিদি। শোনা যাচ্ছিল, টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে আবারও বাবরকে অধিনায়ক হিসেবে ফেরাতে চায় পিসিবি।

শেষ পর্যন্ত পিসিবি জানিয়েছেন, সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পাচ্ছেন বাবর, ‘বাবর আজমকে সাদা বলের ক্রিকেটের অধিনায়ক ঘোষণা করা হচ্ছে।  পিসিবির নির্বাচক কমিটি, চেয়ারম্যান মহসিন নাকভি চাইছেন বাবরই ওয়ানডে ও টি-২০ দলের দায়িত্ব নিক।’

সারাবাংলা/এফএম

অধিনায়ক পাকিস্তান বাবর

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর