Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারকালে সোয়া ২ কোটি টাকার সোনার বারসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৪ ১৩:৪৫ | আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১৫:০৪

জয়পুরহাট: ভারতে পাচারকালে দুই কেজি ৩৩২ গ্রাম ওজনের ২০টি সোনার বারসহ দুইজনকে আটক করেছে জয়পুরহাটের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জব্দ হওয়া সোনার বাজারমূল্য প্রায় দুই কোটি ৩০ লাখ টাকা। পাঁচবিবি উপজেলার উচনা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া দুইজন হলেন- পাঁচবিবি উপজেলার উচনা গ্রামের আব্দুল ওহাব (৪২) ও মেহেদী হাসান পাপ্পু (২৬)।

জয়পুরহাট-২০ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া শনিবার (৩০ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি জানান।

তিনি জানান, একদল চোরাকারবারি পাঁচবিবির উচনা এলাকা দিয়ে ভারতে সোনা পাচার করছে এমন গোপন সংবাদ আসে বিজিবির কাছে। শুক্রবার (২৯ মার্চ) বিকেলে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ২০টি সোনার বারসহ দুইজনকে আটক করা হয়। জব্দ করা দুই কেজি ৩৩২ গ্রাম ওজনের সোনার মূল্য প্রায় দুই কোটি ২৯ লাখ ২১ হাজার ৬৪ টাকা। পরে তাদের পাঁচবিবি থানায় সোপর্দ করা হয়েছে।

সারাবাংলা/এনইউ

জব্দ জয়পুরহাট টপ নিউজ সোনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর