পাচার হওয়া ১২ বাংলাদেশি নারীকে হস্তান্তর করল ভারত
২৯ মার্চ ২০২৪ ১৪:৩৫ | আপডেট: ২৯ মার্চ ২০২৪ ১৭:০৭
বেনাপোল (যশোর): অবৈধভাবে ভারতে যাওয়া ১২ বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে ভারতের ইমিগ্রেশন পুলিশ। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানার নিকট হস্থান্তর করা হয়।
জানা গেছে, আটক ১২ বাংলাদেশি নারী বিভিন্ন সিমান্ত দিয়ে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে যান। সেখানে ভারতের পুলিশের হাতে আটক হওয়া পর দেশটির মানবিক সংস্থা রেসকিউ ফাউন্ডেশনে রাখা হয়। পরে বাংলাদেশের জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরের সহযোগিতায় দু’দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ১২ নারীকে বেনাপোলে হস্তান্তর করা হয়।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে ১২ নারীকে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের ইমিগ্রেশন পুলিশ। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বেনাপোল পোর্ট থানার নিকট হস্থান্তর করা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া শেষে নিজ ঠিকানায় পাঠানো হবে।
সারাবাংলা/এনএস