১ দিনেই ৪ ইউনিটে ভর্তির ফল ঘোষণা ঢাবির
২৮ মার্চ ২০২৪ ১৭:২৪ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৭:৪০
ঢাকা: একই দিনে চার ইউনিটের ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করল ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ইউনিটের আন্ডার গ্র্যাজুয়েট প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় পাসের হার ১০ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া, বিজ্ঞান অনুষদে ৮ দশমিক ৮৯ শতাংশ, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ইউনিটে ১৩ দশমিক ৩৩ শতাংশ ও চারুকলা অনুষদভুক্ত ইউনিটে পাস করেছে ১১ দশমিক ৭৫ শতাংশ পরীক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে একযোগে চার ইউনিটের ফলাফল ঘোষণা করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। প্রতিবছর আলাদা-আলাদা দিনে ইউনিটগুলোর ফলাফল ঘোষণা করার রীতি থাকলেও এবারই একদিনেই ঘোষণা করা হলো সব ইউনিটের ফল।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৮৫১টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছিল ১ লাখ ২২ হাজার ৮০টি। গত ১ মার্চ অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে পাস করেছেন ৯ হাজার ৭২৩ জন। শতকরা হিসেবে মোট ৮ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
আরও পড়ুন: যেভাবে জানা যাবে ঢাবি ভর্তির ফল
গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষায় ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৩৭ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৩৪ হাজার ৩৬৭ জন শিক্ষার্থী। এদের মাঝে পাস করেছেন ১৩.৩৩ শতাংশ শিক্ষার্থী।
কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনের বিপরীতে আবেদন পড়ে ১ লাখ ১২ হাজার ২২৫টি। গত ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই ইউনিটটির পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ২ হাজার শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১০ হাজার ২৭৫ জন। যা শতকরা হিসেবে ১০ দশমিক ৭ শতাংশ।
এ ছাড়া, চারুকলা অনুষদভুক্ত ইউনিটে ১৩০টি আসনের বিপরীতে আবেদন পড়ে ৭ হাজার ৩৭টি। গত ৯ মার্চ অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৫১০ জন শিক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন ৫৩০ জন। শতকরা হিসেবে যা ১১ দশমিক ৭৫ শতাংশ।
সারাবাংলা/আরআইআর/পিটিএম