বাল্টিমোর সেতু ধস: নিখোঁজ ৬ জনেরই মৃত্যুর আশঙ্কা
২৭ মার্চ ২০২৪ ১১:১৯ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১৪:০১
যুক্তরাষ্ট্রের বাল্টিমোরে পণ্যবাহী বিশাল একটি জাহাজের ধাক্কায় ‘ফ্রান্সিস স্কট কি’ সেতু ভেঙে পড়ার ঘটনায় নিখোঁজ ছয় শ্রমিকের সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৬ মার্চ) রাতে সেতু ভেঙে পড়ার পর থেকে ওই শ্রমিকেরা নিখোঁজ ছিলেন। সেতুটি ধসে পড়ার পর যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের অন্যতম ব্যস্ত এই বন্দরটি বন্ধ হয়ে গেছে।
কোস্ট গার্ডের রিয়ার এডমিরাল শ্যানন গিলরেথ জানান, নদীর পানির তাপমাত্রা অত্যন্ত কম এবং দুর্ঘটনার পর থেকে যে সময় অতিবাহিত হয়েছে, তা বিবেচনায় নিলে নিখোঁজ শ্রমিকদের জীবিত উদ্ধারের কোনো আশা নেই।
আরও পড়ুন: বাল্টিমোর সেতু ধস দুর্ঘটনা, নিখোঁজদের সন্ধানে অগ্রাধিকার: বাইডেন
রাজ্য পুলিশের কর্নেল রোল্যান্ড বাটলার জানান, নিখোঁজ কর্মীদের মরদেহ উদ্ধারের চেষ্টায় বুধবার (২৭ মার্চ) সূর্যোদয়ের পর ডুবুরিদের আবারও নদীতে নামানোর আশা করছেন কর্তৃপক্ষ।
সিঙ্গাপুরের পতাকাবাহী কন্টেইনার ডালি জাহাজটি শ্রীলঙ্কার কলম্বোর উদ্দেশে বাল্টিমোর পোতাশ্রয় থেকে বের হয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে পাটাপ্সকো নদীর ফ্রান্সিস স্কট কি সেতুর একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। ধাক্কা খাওয়ার আগে জাহাজের ‘বিদ্যুৎ–সংযোগব্যবস্থা’ অকার্যকর হয়ে পড়েছিল।
আরও পড়ুন: জাহাজের আঘাতে মার্কিন সেতু ভেঙে নদীতে, ব্যাপক হতাহতের শঙ্কা
সারাবাংলা/ইআ
টপ নিউজ ফ্রান্সিস স্কট কি বাল্টিমোর সেতু মার্কিন যুক্তরাষ্ট্র সেতু ধস