Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত সর্দার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৪ ০৯:০৮ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ ১২:৪৬

প্রতীকী ছবি

হবিগঞ্জ: জেলার লাখাই উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেন। নিহত ডাকাত সর্দার হিরাজ মিয়া (৪৫) হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার ছেলে।

আবুল খায়ের জানান, মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১টার দিকে কয়েকজন ডাকাত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করছিলেন। এ সময় গ্রামবাসী ধাওয়া দিয়ে হিরাজ মিয়াকে গণপিটুনি দেয়। জনতার ধাওয়া খেয়ে বাকি ডাকাতরা পালিয়ে যান।

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় হিরাজ মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাত সর্দার হিরাজ মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে।

সারাবাংলা/এনএস

গণপিটুনি টপ নিউজ ডাকাত সর্দার ডাকাত সর্দার নিহত লাখাই উপজেলা হবিগঞ্জ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর