বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৪ ১২:৩১ | আপডেট: ২৬ মার্চ ২০২৪ ১৪:৩৮
২৬ মার্চ ২০২৪ ১২:৩১ | আপডেট: ২৬ মার্চ ২০২৪ ১৪:৩৮
মৌলভীবাজার: জেলার জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজনের প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে উপজেলার পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন— বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), মেয়ে সামিয়া (১৫), সাবিনা (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। এছাড়া আহত হয়েছেন ফয়জুর রহমানের আরেক মেয়ে সোনিয়া আক্তার (১২)। তাকে চিকিৎসার জন্য সিলেটের এম এ জি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।
জুড়ী থানার ওসি এস এম মাইনুদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ইতোমধ্যে মরদেহগুলো উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
সারাবাংলা/এনএস