Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঈদে ১০ কেজি করে চাল পাবে ৬২ হাজার পরিবার’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৪ ১৯:৫৯ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ ২০:৩০

ফাইল ছবি: শেখ হাসিনা

ঢাকা: মানুষের কষ্ট লাঘবে সরকার সম্ভাব্য সবকিছুই করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদুল ফিতর সামনে রেখেও প্রান্তিক ৬২ হাজারেরও বেশি পরিবারের মধ্যে সরকার বিনামূল্যে চাল বিতরণ করবে বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, ঈদ উপলক্ষে সারাদেশের এক কোটি ৬২ হাজার ৮০০ পরিবারের জন্য সরকার এক লাখ ৬২৮ মেট্রিক টন চালের বিশেষ বরাদ্দ দিয়েছে। প্রতি পরিবার বিনামূল্যে ১০ কেজি করে চাল পাবেন।

বিজ্ঞাপন

৫৪তম স্বাধীনতা দিবস ও স্বাধীনতার ৫৩তম বার্ষিকী সামনে রেখে সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন- ‘রাজনৈতিক সদিচ্ছা থাকলে সীমিত সম্পদেও দেশকে এগিয়ে নেওয়া যায়’

শেখ হাসিনা বলেন, এবারের রমজান মাস সামনে রেখে আমরা বেশ আগে থেকেই চিনি, ছোলা, ডাল, ভোজ্য তেলসহ কয়েকটি পণ্যের পর্যাপ্ত মজুত গড়ে তুলি। একচেটিয়া বাজার তৈরি করে বেশি মুনাফা যেন কেউ করতে না পারে, সে জন্য ভারত থেকে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও প্রায় সমপরিমাণ আলু আমদানির অনুমতি দেওয়া হয়।

রমজান মাসের শুরু থেকেই প্রান্তিক জনগোষ্ঠির জন্য রাজধানী ঢাকার অন্তত ২৫টি স্থানে ট্রাকে করে বিভিন্ন খাদ্যপণ্য বিক্রির কার্যক্রম সরকার শুরু করেছে বলেও জানান সরকারপ্রধান।

তিনি বলেন, এসব জায়গা থেকে মাছ, মাংস, ডিম ও দুধ সুলভ মূল্যে বিক্রি করা হচ্ছে। টিসিবি প্রথম পর্যায়ে সারাদেশের এক কোটি কার্ডধারী পরিবারের জন্য সুলভ মূল্যে চাল, ডাল, ভোজ্যতেল, চিনি ও ছোলা— এই পাঁচটি পণ্য বিতরণ করছে। দ্বিতীয় পর্যায়ে ঢাকা ও আশপাশের এলাকার কার্ডধারী পরিবারের জন্য চাল, ডাল, ভোজ্যতেল, চিনি, ছোলা ও খেজুর— এই ছয়টি পণ্য বিতরণ করছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বলেন, আমরা এ বছর সরকারিভাবে ও দলগতভাবে ইফতার পার্টি আয়োজন নিরুৎসাহিত করেছি। আওয়ামী লীগ এবং এর সব সহযোগী সংগঠন তৃণমূলে গরিব-দুঃস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করছে।

তিনি আরও বলেন, রমজান মাসের শুরুতে খেজুর, আমদানি করা ফল, লেবু, তরমুজ, পেঁয়াজসহ কয়েকটি পণ্যের দাম কিছুটা চড়া ছিল। তবে এসব পণ্যের দাম কয়েকদিনের মধ্যেই স্বাভাবিক ও সহনীয় পর্যায়ে নেমে এসেছে। নিত্যপণ্যের দাম বাড়লে সাধারণ মানুষের, বিশেষ করে সীমিত আয়ের মানুষের কষ্ট হয়। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি মানুষের কষ্ট লাঘবের।

সারাবাংলা/টিআর

জাতির উদ্দেশে ভাষণ নিত্যপণ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা দিবস

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর