Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমাদের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের সামনে বিজয়ের প্রতীক হয়ে থাকবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৪ ১৭:০৫ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ ২১:২৫

ফাইল ছবি: গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গৌরবোজ্জল ও তাৎপর্যপূর্ণ এই দিনে আমি দেশবাসী এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশিকে প্রাণঢালা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি। অতল শ্রদ্ধা জ্ঞাপন করছি মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ বীর শহীদের প্রতি।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে জাতীয় পার্টর চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা জি এম কাদের এসব কথা বলেন।

বাণীতে জাপা চেয়ারম্যান আরও বলেন, মহান স্বাধীনতা দিবসের এ মাহেন্দ্রক্ষণে গভীর কৃতজ্ঞতায় স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তার অনুপম নেতৃত্বে বাঙালি জাতি গৌরবের স্বাধীনতা লাভ করেছে।

এতে তিনি বলেন, মহান স্বাধীনতা সংগ্রাম বাংলাদেশিদের জীবনে এক অবিনশ্বর চেতনা। মহান স্বাধীনতা জাতির শ্রেষ্ঠ অর্জন। বিশ্বের মুক্তিকামী মানুষের সামনে অনুপ্রেরণা হয়ে থাকবে আমাদের স্বাধীনতা সংগ্রাম। প্রতিটি জাতির অধিকার আদায়ের সংগ্রামে একাত্তরের গৌরবোজ্জ্বল উত্তাল দিনগুলো আজীবন পথ দেখাবে। আমাদের স্বাধীনতা সংগ্রাম বিশ্বের সামনে বিজয়ের প্রতীক হয়ে থাকবে। মহান মুক্তিযুদ্ধ আজীবন সুখী ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরণা যোগাবে।

জি এম কাদের বলেন, পরম শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে। মহান মুক্তিযুদ্ধে অর্জিত স্বাধীন বাংলাদেশের আধুনিকায়নে যার অপরিসীম অবদান অক্ষয় হয়ে থাকবে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন হুসেইন মুহম্মদ এরশাদ।

বিজ্ঞাপন

এ শুভক্ষণে আগামী প্রজন্মের সুখময় ভবিষ্যৎ নিশ্চিত করতে ক্ষুধা, দারিদ্র এবং দুর্নীতিমুক্ত ‘পল্লিবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর স্বপ্নের নতুন বাংলাদেশ’ গড়তে সবার প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

সারাবাংলা/এএইচএইচ/এনইউ

জি এম কাদের টপ নিউজ প্রতীক বিজয়ের বিশ্বের সংগ্রাম সামনে স্বাধীনতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর