Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলে ভারি বর্ষণে নিহতের সংখ্যা বেড়ে ২৩

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৪ ১২:০৭ | আপডেট: ২৫ মার্চ ২০২৪ ১৪:২৬

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ও এসপিরিতো সান্তোর মধ্যবর্তী স্থানে ভারি বৃষ্টিপাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে।

রোববার (২৪ মার্চ) এসপিরিতো সান্তোসের রাজ্য সরকার জানিয়েছে, শুক্রবার (২২ মার্চ) রাত থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতের কারণে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় পাঁচ হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।

এর আগে, শনিবার (২৩ মার্চ) রিও কর্তৃপক্ষ আরও আট জনের মৃত্যুর খবর দিয়েছিল।

শুক্রবার রাতে নতুন করে ভূমিধসের ঝুঁকির কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের উভয় রাজ্যে উদ্ধারকারী দলকে তাদের কাজ বন্ধ রাখতে হয়েছিল। পরে শনিবার বিকেল থেকে আবার উদ্ধার অভিযান শুরু করা হয়।

দেশটির  দক্ষিণ-পূর্বাঞ্চলের মেয়র ও গভর্নররা বৃহস্পতিবার থেকে সপ্তাহান্তে সম্ভাব্য সমস্যার বিষয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। এ ছাড়া এসপিরিতো সান্তো রাজ্যে ভারি বৃষ্টিপাতের জন্য সরকারের সতর্কতা স্থানীয় সময় মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ নিহতের সংখ্যা ব্রাজিল ভারী বর্ষণ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর