Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘তামাকজাত দ্রব্যের দাম বাড়ানোর উদ্যোগ নেবে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৪ ২৩:১৭

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, তামাক মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। এর ব্যবহার হ্রাস জরুরি। তাই তামাকের ব্যবহার নিয়ন্ত্রণ ও তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তামাকজাত দ্রব্যের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এর ব্যবহার নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের ওপর অতিরিক্ত করারোপের প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার।

রোববার (২৪ মার্চ) পার্লামেন্ট ক্লাবে তামাকমুক্ত বাংলাদেশ প্লাটফর্ম আয়োজিত এক বৈঠকে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ‘আমাদের সমাজে তামাকের প্রভাব কমাতে হবে এবং তামাকমুক্ত পরিবেশ তৈরি করতে হবে।’ এ বিষয়ে নেওয়া সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বেসরকারি সংস্থাসহ সর্বস্তরের জনগণের সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

বৈঠকে সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী, সংসদ সদস্য দীপংকর তালুকদার, সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ বিশেষজ্ঞ এবং সংগঠনটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএফ/পিটিএম

পরিবেশ সাবের হোসেন চৌধুরী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর